ঝাড়গ্রাম

বৈদ্যুতিক খুঁটিতে উঠে মৃত্যু এক পরীক্ষার্থীর, এলাকায় বিক্ষোভ

স্বপ্নীল মজুমদার

বৈদ্যুতিক খুঁটিতে উঠে মৃত্যু এক পরীক্ষার্থীর, এলাকায় বিক্ষোভ

ভোকেশনাল কোর্সের পরীক্ষা দেওয়া আর হল না সুজন সরেনের (১৯)। মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামের এক ব্যক্তির অনুরোধে বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল তার।

ঝাড়গ্রাম থানার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপাল গ্রামের ওই ঘটনায় এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের লোকজন।

সুজন একতাল হাই স্কুলে ইলেকট্রিক হাউসওয়ারিং এন্ড মোটর বাইন্ডিংয়ের ছ’মাসের একটি ভোকেশনাল কোর্সের ছাত্র ছিল। এদিন সেই কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল।

পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামের এক ব্যক্তি সুকুমার দাস তাকে জানায় কালবৈশাখী ঝড়ের কারণে তাদের বাড়িতে কারেন্ট নেই । সুজন মাঝে মধ্যেই ওয়ারিং এর কাজ করত। তাই সুকুমারের কথায় লাইন ঠিক করার জন্য পিলারে উটে যায় সুজন।

এরপরই বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বৈদ্যুতিক খুঁটির উপরেই ঝুলে থাকে সুজনের ঝলসানো দেহ।

সুকুমারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সামাজিক সংগঠনের লোকজন।

পুলিশের হস্তক্ষেপে বিকেলে দেহ উদ্ধার করা হয়। সুকুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button