ঝাড়গ্রাম

উচ্চ মাধ্যমিকে সাঁওতালিতে যুগ্ম প্রথম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দুই ছাত্রী

স্বপ্নীল মজুমদার

উচ্চ মাধ্যমিকে সাঁওতালিতে যুগ্ম প্রথম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দুই ছাত্রী

উচ্চ মাধ্যমিকে সাঁওতালিতে রাজ্যের মধ্যে শীর্ষস্থান অধিকার করল ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দুই আদিবাসী ছাত্রী।

এমন ঘটনায় খুশির হাওয়া জঙ্গলমহলে। তারা হল সরস্বতী বাস্কে ও মৌসুমি টুডু। দু’জনেই পেয়েছে ৪৭২। শতাংশের হিসেবে ৯৪.৪%। সরস্বতীর বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার চাঁপাবনি গ্রামে। মৌসুমির বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানার লেপাম গ্রামে। দুই সহপাঠিনীর মধ্যে মিল রয়েছে।

মাধ্যমিকেও দু’জনে প্রায় একই নম্বর পেয়েছিল। দু’জনেই দরিদ্র কৃষক পরিবারের কন্যা। সরস্বতীর প্রাপ্ত নম্বর: সাঁওতালি ৯৮, ইংরেজি ৯২, শারীরশিক্ষা ৯৯, দর্শন ৯০, সংস্কৃত ৯৩ এবং ভূগোল ৮০। মৌসুমির প্রাপ্ত নম্বর: সাঁওতালি ৯৫, ইংরেজি ৯০, ভূগোল ৭৮, পুষ্টিবিজ্ঞান ৯৬, রাষ্ট্রবিজ্ঞান ৯৪ ও শারীর শিক্ষা ৯৭।

ভবিষ্যতে শিক্ষিকা হতে চায় সরস্বতী। মৌসুমী পুলিশের চাকরি করতে চায়। স্কুলের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ ও স্কুলের ম্যানেজার স্বামী অলোকেশানন্দ বলেন, আদিবাসী ছাত্রছাত্রীরা হস্টেলে থেকে উপযুক্ত ভাবে পড়াশোনার সুযোগ পায় এখানে।

শিক্ষক-শিক্ষিকারা যত্ন নিয়ে পড়ান। মিশনের আদর্শে পড়ুয়াদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে পাঠদান করা হয়।

আরও পড়ুন ::

Back to top button