Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

নবজোয়ারে আজ ঝাড়গ্রাম জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্বপ্নীল মজুমদার

নবজোয়ারে আজ ঝাড়গ্রাম জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
গাডরোয় অভিষেকের সভাস্থল তৈরির কাজ চলছে বৃহস্পতিবার তোলা ছবি

আজ ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের যাত্রাপথ মুড়ে ফেলা হয়েছে পতাকা ও তাঁর ছবি দেওয়া ব্যানার ও কাট আউটে। বহু বছর বাদে জেলায় আসছেন তিনি। ফলে তাঁকে স্বাগত জানানোর জন্য নানাবিধ আয়োজন করা হয়েছে। তৃণমূল সূত্রের খবর। বিকাল ৩ টায় বেলপাহাড়ির ইন্দিরা চকে পৌঁছবেন অভিষেক।

সেখানে বিভিন্ন লোকনৃত্যের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হবে। বেলপাহানিতে কিছুটা পথ জনসংযোগ করার পরে বিকেল সাড়ে চারটে নাগাদ দহিজুড়ি বাজার এলাকায় রোড শো করবেন। তারপর ঝাড়গ্রাম ব্লকের গাডরো ফুটবল মাঠে জনসভায় যোগ দেবেন।সবশেষে ঝাড়গ্রাম ব্লকের গজাশিমূল রাবণ পোড়া মাঠে অভিষেকের অধিবেশন ও ভোটদান পর্বের আয়োজন করা হয়েছে।

সেখানেই রাত্রিযাপন করবেন অভিষেক। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, জেলার সব এলাকা থেকে মানুষ আসবেন জনসভায়। জনসংযোগ কর্মসূচি ও রোড শোতেও জনপ্লাবন হবে। তবে জানা গিয়েছে, বিভিন্ন কুড়মি সংগঠন অভিষেকের কনভয় আটকে দাবি জানাতে পারে। সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button