বিমানবন্দরে সন্তান সহ রুজিরাকে আটক – কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সোনা সহ বিমানবন্দরে আটক হওয়ার ঘটনার মামলায় লুকআউট নোটিস জারি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে শর্তসাপেক্ষে বিদেশ যাত্রায় ছাড় ছিল। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) সোমবার দুবাই যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া হয়। দমদম বিমানবন্দরে সন্তান সহ রুজিরাকে আটকানো হয় অভিবাসন দপ্তরের তরফে।
এদিন সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) সন্তানদের নিয়ে দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকায় অভিবাসন দপ্তর। জানানো হয়, লুক আউট নোটিস জারি থাকায় বাইরে যেতে পারবেন না। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ”ও পাঞ্জাবী মেয়ে। ওর মা খুব অসুস্থ।
ওর বাইরে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়ে রেখেছে, শুধু একবার ED-কে জানাতে হবে। সেই মতো আগেই ও ইডিকে জানিয়েছিল। তখনই ইডি বলতে পারত যে তুমি যেও না। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর হাতে নোটিস ধরানো হল। বলা হল যে ৮ তারিখে তুমি এসো। এটা অমানবিক। মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব দৈত্যগিরি করা যায় সেই দিকেই চোখ। একদিকে মৃত্যুর মিছিল। কোনও লজ্জা নেই, সমবেদনা নেই। ইডি অমানবিকভাবে কাজ করে যাচ্ছে।
জানানো হয়, লুকআউট নোটিস জারি রয়েছে, তাই দেশের বাইরে যাওয়া যাবে না। বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়ি ফিরে যান রুজিরা। এ নিয়ে সোমবার দুপুরে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ওড়িশা রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”এভাবে আটকানো অমানবিক।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রুজিরা (Rujira Banerjee) দেশের বাইরে যেতে পারবে। যাওয়ার আগে ইডিকে জানালেই হবে। সেই কাজই করেছিল, আগে থেকে জানিয়েছিল। কিন্তু তাও শেষ মুহূর্তে ওকে আটকানো হল। কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের নিন্দা করে মমতা বলেন, “অমানবিক জিনিস চলছে”। রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন চড়া সুর শোনা যায় মমতার গলায়। তিনি বলেন, ‘রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ।”