পুলিশের মানবিক মুখ, ভবঘুরের চুলদাড়ি কাটিয়ে নতুন পোষাক দিলেন ঝাড়গ্রাম আদালতের এক পুলিশ কর্মী
স্বপ্নীল মজুমদার
ভবঘুরের চুলদাড়ি কাটিয়ে খাবার খাইয়ে নতুন পোষাক কিনে দিলেন ঝাড়গ্রাম আদালতের পুলিশ কর্মী ভুবন মণ্ডল। ভুবন সোমবার বিকেলে আদালত থেকে ফেরার পথে বিনপুরের রাস্তায় পুটকা পাল নামে বছর তিরিশের ভারসাম্যহীন ওই যুবকে দেখতে পান ভুবন।
পুটকার মুখ ভর্তি দাড়ি-গোঁফের জঙ্গল, জট পড়া লম্বা চুল, হাত পায়ে বড় বড় নখ। ময়লা ছেঁড়া পোষাকে মলিন মুখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই ভবঘুরে। পুটকাকে স্থানীয় সেলুনে নিয়ে গিয়ে চুল-দাড়ি-নখ কাটিয়ে নতুন জামা, প্যান্ট কিনে পরিয়ে দেন ওই ভুবন। রুটি-মিষ্টিও খাওয়ান। নিয়মিত খোঁজখবর নেওয়ার আশ্বাসও দেন।
ওই পুলিশ কর্মীর এমন কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। ভুবন বলছেন, ‘‘এদিন আদালত থেকে ফেরার পথে বিনপুরের রাস্তায় ওই ভবঘুরেকে দেখে খুবই কষ্ট হয়। মনে হচ্ছিল ওর প্রবল খিদে পেয়েছে। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য প্রাথমিক কাজটুকু করেছি।’’ সবাই বলছেন, এভাবেই বেঁচে আছে মানবতা!