Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

ঘাঘর ঘেরা আন্দোলন চলবে, জেল চত্বরে জানালেন কুড়মি নেতা রাজেশ মাহাতো

স্বপ্নীল মজুমদার

ঘাঘর ঘেরা আন্দোলন চলবে, জেল চত্বরে জানালেন কুড়মি নেতা রাজেশ মাহাতো

ঘাঘর ঘেরা আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন জেলবন্দি কুড়মি নেতা রাজেশ মাহাতো। ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির কনভয়ে থাকা মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার মামলায় রাজেশ সহ ৯ অভিযুক্তকে বুধবার ঝাড়গ্রাম প্রথম দায়রা আদালতে হাজির করানো হয়েছিল।

এদিন আদালত চত্বরে প্রিজনভ্যানে রাজেশ বলেন, ঘাঘর ঘেরা আন্দোলন সফল বলেই মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে জনজোয়ার হয়েছিল। মানুষ ঘাঘর ঘেরা আন্দোলনের পাশে আছেন। এদিন একই দাবি করেন আর এক অভিযুক্ত কুড়মি নেতা শিবাজী মাহাতো। মামলায় তদন্তের স্বার্থে অভিযুক্তদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল সিআইডি।

অভিযুক্তদের আইনজীবী অশ্বিনীকুমার মণ্ডল সিআইডির আবেদনের প্রবল বিরোধিতা করে জানান, আগে একবার এই আদালতে অবিযুক্তদের হেফাজতে নেওয়ার সিআইডির আবেদন খারিজ হয়েছে। তাছাড়া ঘটনায় যিনি আক্রান্ত হন সেই মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির চালক তাঁর অভিযোগপত্রে কারও নাম লেখেননি।

অথচ পুলিশের দায়ের করা সুয়োমোটো মামলায় ১৫ জন অভিযুক্তের নাম রয়েছে। ধরা হয়েছে ১১ জনকে। যাদের মধ্যে দু’জনের নাম পুলিশের এফআইআর-এ নেই।

সিআইডি আবেদন খারিজ করে দিয়ে বিচারক ১১ জুন পর্যন্ত রাজেশ সহ ৯ অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১২ জুন তাদের পুনরায় আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন ::

Back to top button