ঝাড়গ্রাম

সিআইডি হেফাজত থেকে কুড়মি নেতা কৌশিক মাহাতো গেলেন জেলে

স্বপ্নীল মজুমদার

সিআইডি হেফাজত থেকে কুড়মি নেতা কৌশিক মাহাতো গেলেন জেলে

ছ’দিন সিআইডি হেফাজতে থাকার পর বৃহস্পতিবার মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হাম‌লার ঘটনায় অন্যতম অভিযুক্ত কুড়মি নেতা কৌশিক মাহাতোকে ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতে হাজির করা হয়।

বিচারক জীমূতবাহন বিশ্বাস অভিযুক্তকে চারদিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। অন্যদিকে, এদিন ঝাড়গ্রাম থানার পুলিশ রাজেশ মাহাতো সহ ওই মামলার ১১ জন অভিযুক্তকে জেলে গিয়ে জেরা করার জন্য সিজেএম আদালতে আবেদন করেছে।

সিজেএম আদালতের সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন, মন্ত্রীর চালকের অভিযোগের ভিত্তিতে একটি পৃথক মামলা রুজু হয়।

ওই মামলার তদন্তের জন্য সিআইডির মামলায় জেলে থাকা ১১ জন অভিযুক্তকে জেরা করতে চায় পুলিশ।

শুক্রবার সিজেএম আদালতে আবেদনের শুনানি হবে।

আরও পড়ুন ::

Back to top button