Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

আদিবাসীদের বনধে ঝাড়গ্রাম জেলায় সর্বাত্মক প্রভাব পড়ল

স্বপ্নীল মজুমদার

আদিবাসীদের বনধে ঝাড়গ্রাম জেলায় সর্বাত্মক প্রভাব পড়ল

কুড়মিদের জনজাতি তালিকাভুক্তির বিরোধিতা করে বৃহস্পতিবার রাজ্যজুড়ে ২৪ ঘন্টার বাংলা বনধ ডেকেছিল ২৪টি আদিবাসী সংগঠনের মিলিত ফোরাম। বনধে সর্বাত্মক সাড়া পড়ল ঝাড়গ্রাম জেলায়।

বনধকে কেন্দ্র করে এদিন জেলার একাধিক জায়গায় কুড়মি ও আদিবাসী সমাজের লোকজনের মধ্যে বাক বিতণ্ডা হয়। শহর সহ জেলার আটটি ব্লকের সর্বত্রই প্রায় দোকান-বাজার বন্ধ ছিল। চলেনি সরকারি ও বেসরকারি বাস।

চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিন গজাশিমূল ও ফোঁকো এলাকায় দু’জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। এছাড়াও ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়, বিনপুরের দহিজুড়ি, লালগড়, রামগড়, বেলপাহাড়ি সহ আরও ১৬টি জায়গায় রাজ্য সড়ক অবরোধ করা হয়।

অভিযোগ, এদিন বনধ সমর্থকরা জোর করে দোকান বন্ধ করাতে গেলে কয়েক জায়গায় উত্তেজনা তৈরি হয়। ব্যাঙ্কও বন্ধ করে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ঝাড়গ্রাম শাখার চেয়ারপার্সন মনোজকুমার মান্ডি জানান, কুড়মিরা জনজাতির ইতিহাস বিকৃত করতে চাইছে। তারই প্রতিবাদে এই বনধে সর্বাত্মক সাড়া মিলেছে।

আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, কুড়মি ও আদিবাসীদের মধ্যে সুসম্পর্ক বহুদিনের। কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছে। আমরা অশান্তি চাই না।

আরও পড়ুন ::

Back to top button