সকালে রাজভবনে স্ত্রী ডোনার অনুষ্ঠান, মঙ্গলবারই আচমকা রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলির
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্র হয়েছে৷ মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই আজ রাজ ভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন রাজ্যপাল৷ এই আবহেই মঙ্গলবার রাজভবেন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ মহারাজের আচমকা রাজ ভবন সফর নিয়ে জল্পনা ছড়াতেও দেরি হয়নি৷ যদিও ঘনিষ্ঠ মহলে সেরকম কোনও সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন সৌরভ (Sourav Ganguly) নিজেই৷
এ দিন বিকেলে নিজের দুই বন্ধুর সঙ্গে রাজভবনে যান সৌরভ (Sourav Ganguly) ৷ প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস ছাড়াও আরও এক বন্ধু ছিলেন৷ সূত্রের খবর, এই দ্বিতীয় বন্ধুর সূত্রেই সৌরভ (Sourav Ganguly) এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন৷
কারণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌরভের এই বন্ধুর পূর্ব পরিচয় ছিল৷ যদিও প্রাক্তন ভারত অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিছক সৌজন্য সাক্ষাতেই এ দিন রাজভবনে গিয়েছিলেন মহারাজ৷ রাজ্যপালের সঙ্গে কথা হলেও সেখানে পঞ্চায়েত ভোট বা পশ্চিমবঙ্গ দিবস পালনের কোনও প্রসঙ্গই ওঠেনি৷
প্রসঙ্গত , কয়েকদিন আগেই ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)৷ বিজেপি শাসিত রাজ্যের প্রস্তাবে সৌরভ (Sourav Ganguly) সাড়া দেওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়৷ সেই আলোচনা থিতিয়ে যেতে না যেতেই এ দিন রাজ ভবনে পা দিলেন মহারাজ৷