মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সস্ত্রীক বাইডেনের জন্য সবুজ হিরে সহ বাছাই করা উপহার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মার্কিন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি৷ আর ভারত থেকে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের (Jill Biden) জন্য ভারত থেকে নিয়ে গিয়েছেন বাছাই করা উপহার৷
ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে একটি ভিনটেজ ক্যামেরা উপহার দিয়েছেন জো বাইডেন (Joe Biden)৷ যার সঙ্গে রয়েছে জর্জ ইস্টম্যানের পেটেন্ট মুদ্রিত প্রথম কোডাক ক্যামেরার ফ্যাসিমাইল প্রিন্ট৷ তার সঙ্গে আমেরিকার বন্যপ্রাণ বিষয়ক একটি বিশেষ বই৷ মোদিকে নানা উপহার দিয়ে সম্মাননা জানিয়েছেন জো বাইডেন৷ ভারতের প্রধানমন্ত্রীকে ২০ শতকের গোড়ার দিকের একটি মার্কিন সাহিত্যের বইয়ের গ্যালারি উপহার দিয়েছেন তিনি৷
বাক্সের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শিল্পীর তৈরি জিনিসও৷ বাংলার শিল্পীর তৈরি রুপোর ডাব (গো দানের সময়ে ব্যবহৃত)৷ সঙ্গে কর্ণাটকের মাইসুরুর সুগন্ধি চন্দনকাঠ (ভূমি দানের সময় ব্যবহৃত)৷ রাজস্থানের শিল্পীর তৈরি ২৪ ক্যারেট সোনার একটি মুদ্রা (সোনা দানের সময় ব্যবহৃত)৷
বাক্সে দেওয়া হয়েছে পাঞ্জাবে ঘরে তৈরি মাখন৷ ঝাড়খণ্ডের শিল্পীর হাতে বোনা তসর সিল্কের খণ্ড৷ উত্তরাখণ্ডের চাল৷ মহারাষ্ট্রের গুড়৷ একটি ৯৯.৫ শতাংশ খাঁটি এবং হলমার্কযুক্ত রাজস্থানের কারিগরের তৈরি রৌপ্য মুদ্রা দেওয়া হয়েছে বাক্সে। এছাড়া, উপহারের বাক্সে রয়েছে গুজরাত থেকে নিয়ে যাওয়া লবণ।
নরেন্দ্র মোদির জন্য বিশেষ উপহার দিয়েছেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনও৷ ইংরেজি সাহিত্যের কবি রবার্ট ফ্রস্টের সই করা কবিতার বই ‘কালেক্টেড পোয়েমস অফ রবার্ট ফ্রস্ট’ এর প্রথম এডিশনের একটি বই৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের জন্যেও ভারত থেকে বাছাই করা উপহার নিয়ে গিয়েছেন মোদি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে জিল বাইডেনের জন্য একটি সবুজ হিরে৷
কাশ্মীরের তৈরি Papier mâché রাখা হয়েছে সেই সবুজ হিরে। কার-এ-কলমদানি নামের কাগজে তৈরি এই বাক্স সারা বিশ্বেই বিখ্যাত৷ বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই বাক্স তৈরি করেন কাশ্মীরি শিল্পীরা৷ তার উপরে তুলি দিয়ে আঁকা থাকে সূক্ষ্ম নকশা৷ বিশেষ চন্দন বাক্স – এই বিশেষ চন্দন কাঠের বাক্সটি তারি করেছেন রাজস্থানের জয়পুরের এক দক্ষ কারিগর।
কর্ণাটকের মহীশূরে চন্দনকাঠ দিয়ে তৈরি এই বাক্সে সুনিপুণ ভাবে খোদাই করা রয়েছে ভারতীয় প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন প্রতিকৃতি। এই চন্দনকাঠের বাক্সের মধ্যে দেওয়া হয়েছে একটি রুপোর গণেশ মূর্তি৷ গণেশের মূর্তির পাশাপাশি বাক্সে রাখা হয়েছে, একটি প্রদীপ, তামার পাত্র এবং হাতে তৈরি রুপোর বাক্স, যাতে দেওয়া হয়েছে ‘দশ দানম’৷