সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে আচ্ছন্ন। ইতিমধ্যেই বাংলায় সক্রিয় মৌসুমী বায়ু। বর্ষা প্রবেশ করতে বাকি ছিল পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব মেদিনীপুরও ৷ সেই সমস্ত প্রান্তে প্রবেশ করেছে বর্ষা ৷
এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরফলে সেটি নিম্নচাপের আকার নিয়েছে ৷ এরফলে রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে ৷ জানা গিয়েছে আগামী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে ৷
তাপমাত্রা কমবে ২ ডিগ্রির কাছাকাছি ৷ অন্যদিকে উত্তরবঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী ৪-৫ দিন ৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাত হবে ৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবেনা এখনই, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯০ শতাংশের উপরে থাকবে ৷