Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

বেলি ড্যান্স করায় হারালেন চাকরি, স্বামীও দিলেন তালাক

বেলি ড্যান্স করায় হারালেন চাকরি, স্বামীও দিলেন তালাক

বেলি ডান্সের উৎপত্তি প্রাচীন ফ্যারাও যুগে। কিন্তু এখনও মিশরের সমাজে বেশির ভাগ নারীকে জনসমক্ষে বেলি ডান্সের সময় তাচ্ছিল্যের চোখেই দেখা হয়। বেলি-ডান্সের জন্য সমাজের মান দণ্ডে মাপার রীতি নতুন নয়। এইবার সেই মাপকাঠিতে মাপা হল দেশটির স্কুল শিক্ষিকা আয়া ইউসুফকে।

একটি সামাজিক অনুষ্ঠানে বেলি-ড্যান্স করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি এ ঘটনায় আয়ার স্বামী তাকে তালাক দিয়ে ঘরছাড়া করেন।

আয়ার সেই ঘটনায় সে সময় নেটমাধ্যমে তুমুল চর্চা হয়েছে। একজন সহকর্মী অনুমতি ছাড়াই আয়ার নাচের রেকর্ড করেছিলেন। যেখানে দেখা যায়, স্কার্ফ এবং একটি দীর্ঘ-হাতার পোশাক পরে পুরুষ সহকর্মীদের পাশাপাশি নাচছেন সেই স্কুলশিক্ষিকা।

ইন্টারনেট প্রকাশের পর দ্রুত ভিডিওটি ছড়িয়ে পড়ে। ফলে মিশরীয় রক্ষণশীলদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। নেটমাধ্যমে সমালোচকরা দাবি করেন, আয়ার এই আচরণ অত্যন্ত লজ্জাজনক।

বিগত কয়েক বছর ধরে দাকাহলিয়া গভর্নরেটের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন আয়া ইউসুফ। বেলি ড্যান্স ইস্যুতে সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। একই সময়ে স্বামীর ঘর থেকেও বিতাড়িত হন। এমন পরিস্থিতিতে আত্মহত্যার কথাও ভেবেছিলেন সেই শিক্ষিকা।

আয়ার ভাষ্য, তিনি শিক্ষার্থীদের সামনে নাচেননি। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ প্রকাশ করতেই নেচেছিলেন। তবে এ ঘটনার পর সারাজীবন না নাচার প্রতিজ্ঞা করেন তিনি।

সেই পরিস্থিতিতে আয়ার পাশে দাঁড়িয়েছিলেন মিশরের নারী অধিকার কর্মীরা। ইজিপ্সিয়ান সেন্টার ফর উইমেনস রাইটসের প্রধান ড. নিহাদ আবু কুমসান, আয়াকে তার অফিসে চাকরির প্রস্তাব দেন এবং বেআইনিভাবে তাকে বরখাস্ত করার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করতেও সাহায্যের হাত বাড়ান। স্থানীয় কর্তৃপক্ষও আয়াকে নতুন একটি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

সূত্র: বিবিসি, আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button