Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কর্ম সন্ধান

এআই চ্যাটবট বিশেষজ্ঞদের চাকরির সুযোগ – বেতন হতে পারে দেড় কোটি টাকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এআই চ্যাটবট বিশেষজ্ঞদের চাকরির সুযোগ – বেতন হতে পারে দেড় কোটি টাকা

২০২২ সালে চালু হয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)। প্রবন্ধ-কবিতা লেখা থেকে শুরু করে গান রচনা পর্যন্ত জটিল থেকে জটিলতম কাজ করতে পারে এই এআই চ্যাটবট (AI Chatbot)। বর্তমানে গোটা বিশ্বজুড়ে চর্চা চলছে চ্যাটজিপিটি নিয়ে। বিভিন্ন উপায়ে চ্যাটজিপিটিকে কাজে লাগাচ্ছেন সাধারণ মানুষ।

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে চ্যাটজিপিটির গুরুত্ব আরও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এআই চ্যাটবট বিশেষজ্ঞদের চাকরির সুযোগ। রেসিউমে বিল্ডার (ResumeBuilder) সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে ৯১ শতাংশ সংস্থা চ্যাটজিপিটি বিশেষজ্ঞদের চাকরিতে নিয়োগ করতে চাইছে। এই বাজারে চাহিদা বাড়ছে ‘প্রম্পট ইঞ্জিনিয়ার’দের।

এআই টুলস (AI Tools) এবং চ্যাটজিপিটি বা মিডজার্নির মতো এআই প্ল্যাটফর্মগুলিতে দক্ষ হওয়াটা এখন প্রযুক্তি ক্ষেত্রের প্রায় প্রতিটি পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষতা হিসেবে ধরা হচ্ছে। কারণ সংস্থাগুলির মতে, এআই কাজের সময় অনেক কমিয়ে দেয়। তার ফলে উৎপাদনশীলতা বাড়ে। সমীক্ষা অনুযায়ী, প্রযুক্তি সংস্থাগুলি চ্যাটজিপিটি ব্যবহারে দক্ষ কর্মীদের বছরে ১ লক্ষ ৮৫ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা পর্যন্ত বেতন দিতে চাইছে।

আসলে চ্যাটজিপিটি আসার পর, অনেকেই চাকরি হারানোর ভয় পেয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন, এআই-এর দৌলতে গণহারে ছাটাই হতে পারে। তবে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, এআই টুলটি আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে। এরকমই এক নতুন পেশা হল ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’। এআই টুল যে ‘টেক্সট প্রম্পট’গুলি তৈরি করে, যে কথাগুলি তৈরি করে সেগুলি সঠিক, আকর্ষক এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য প্রাসঙ্গিক করে তোলাটাই একজন প্রম্পট ইঞ্জিনিয়ারে কাজ। তিনি এর জন্য এআই টুলটিকে সংশোধন করেন।

মার্চ মাসে ‘অ্যানথ্রপিক’ নামে সান ফ্রান্সিসকোর একটি এআই স্টার্টআপ একটি অদ্ভুত পদের চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছিল। পদটি ছিল, ‘প্রম্পট ইঞ্জিনিয়ার এবং লাইব্রেরিয়ান’-এর। এর জন্য তারা বছরে ৩,৩৫,০০০ মার্কিন ডলার বা ২.৭ কোটি টাকা বেতন দিতে চেয়েছিল। ‘লিঙ্কডিন’ বা অন্য কোন চাকরি খোঁজার ওয়েবসাইটগুলিতেও এখন প্রম্পট ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। এই চাহিদা দেখে বিভিন্ন ওয়েবসাইট এখন অনলাইনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর্সও শুরু করে দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button