ভোটের আবহে বৃষ্টিতে ভিজবে বাংলা, ভারী বৃষ্টির সম্ভাবনা কম বেশি সব জেলাতে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম বেশি সব জেলাতে। উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
সেই বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের, বরং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ, গুজরাত, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গ (North Bengal) এবং সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, হিমাচল প্রদেশে। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
দক্ষিণ ভারতের (South India) কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়াঘাট এলাকা এবং মধ্য মহারাষ্ট্রে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম মণিপুরে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন উত্তরাখান্ড রাজস্থান উত্তরপ্রদেশেও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।