বাকি আর ২ দিন, বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কবে? ফাঁপরে রাজ্য নির্বাচন কমিশন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত শাঁখের করাতে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)৷ বাহিনী রাজ্যে এসে পৌঁছবে তা জানানো হলেও কবে এসে পৌঁছবে তা এখনও জানানো হয়নি। প্রসঙ্গত , পঞ্চায়েতের (Panchayet Election) ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয়নি।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মডেল অফিসার এসসি বুদাকোডিকে। সূত্রের খবর , কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল, শুক্রবার রাজ্যে এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। তবে ৪৮৫ কোম্পানি আসতে কিছুটা সময় লাগবে। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনার কার্যত ফাঁপরে পড়েছেন।
ভোটের দু’দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অন্ধকারে কমিশন। বুধবার সন্ধ্যায় ফের চিঠি কমিশনের। হাইকোর্টের নির্দেশ ৫০:৫০ বাহিনী বিন্যাস হবে। গতকাল কোথায় কত বাহিনী বলা হলেও হাফ সেকশন বাহিনী কীভাবে ব্যবহার হবে সেটা স্পষ্ট বলা হয়নি।
অন্যদিকে, প্রস্তুতির একেবারে শেষ লগ্নে পৌঁছে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি । বরং কমিশনের তরফে জানানো হয়েছে যে, দার্জিলিং ও দুই ২৪ পরগনা জেলার দুর্গম এলাকায় ভোটগ্রহণের জন্য আগামিকাল সকাল থেকে রওনা হবেন ভোটকর্মীরা।
মানুষ শান্তিতে ভোট দেবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। ৮ তারিখের আগেই রাজ্যে পৌঁছে যাবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিকেল ৫টায় শেষ হচ্ছে প্রচার। ৮ তারিখ সকাল ৭টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ। ৯৫ শতাংশ বুথে সিসিটিভি ও ৫ শতাংশ বুথে ভিডিও রেকর্ডিংয়ের বন্দ্যোবস্ত করা হয়েছে।