স্কুলে তখন টিফিন পিরিয়ড। ছাত্রীরা বসে মিড ডে মিল খাচ্ছিল। এমন সময় স্কুলে ঢুকে পড়ল প্রকাণ্ড এক হনুমান। হনুমানের আক্রমণে গুরুতর জখম হয়েছে এক স্কুল ছাত্রী।
বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ননীবালা বালিকা বিদ্যালয়ে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুটো নাগাদ টিফিনের সময় পাঁচিল টপকে হনুমানটি ঢুকে স্কুল প্রাঙ্গণে বকুল তলায় বসে দাঁত মুখ খিঁচোতে থাকে। তারপর ছাত্রীদের তাড়া করে হনুমানটি।
ছাত্রারী পালিয়ে শ্রেণিকক্ষে ঢুকে পড়ার সময় হনুমানটি দশম শ্রেণির ছাত্রী সঞ্চিতা মান্নাকে পিছন থেকে ধাক্কা মারে। মুখ থুবড়ে মেঝেতে পড়ে মাথায় চোট পায় সঞ্চিতা।
হনুমানটি স্কুল চত্বরে তাণ্ডব শুরু করে। প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেনের গাড়ির কাচও ভেঙে দেয়।
খবর পেয়ে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে-র নেতৃত্বে বনকর্মীরা এসে জাল দিয়ে হনুমানটিকে ধরে খাঁচাবন্দি করে নিয়ে যান। হনুমানটিকে চিড়িয়াখানার রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
জখম সঞ্চিতাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সঞ্চিতাকে দেখতে যান মন্ত্রী বিরবাহা হাঁসদা। পরে ছাত্রীটিকে কলকাতায় রেফার করা হয়।