গত বছর ২১ জুলাইয়ের পরদিন সকাল থেকে তল্লাশির পর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে এখন জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কোটি কোটি টাকা উদ্ধারের সঙ্গে সরাসরি নাম জড়িয়েছে তাঁর।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবারের একুশে জুলাইয়ের আগে ওই পদটি তুলে দেওয়া হল। তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) রইল না ‘মহাসচিব’ পদ। উপযুক্ত যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও এই পদ তুলে দেওয়া হয়েছে। কারণ, কলঙ্কিত পদ দলে রাখতে চায় না তৃণমূল। একই সঙ্গে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যে ঘরে বসতেন সেটা তালাবন্ধ। কোনও মন্ত্রীর বসার ব্যবস্থা করা হয়নি সেখানে। এমনকী মহাসচিব বলে যেখানে বসতেন সেখানেও ঝুলল তালা।
সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) শেষ হওয়ার পরেও তৃণমূল কংগ্রেস নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। রক্তপাতহীন ভোট হলে আরও ভাল হত বলে মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তৃণমূল কংগ্রেসের কারও মুখেই শোনা যায় না পার্থের পাশে থাকার বার্তা। দল কি পার্থ চট্টোপাধ্যায়ের পাশে রয়েছে, এমন প্রশ্নের মধ্যেই ফের একবার শিরোনামে তিনি।
সামনেই ফের আরেকটা ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস, এবার শ্রদ্ধা দিবস। প্রস্তুতিও চলছে জোরকদমে। তবে এবারে খুঁটিপুজো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ছাড়াই। এবার খুঁটিপুজো করলেন সুব্রত বক্সি। যাঁর কাজের জন্য দলের নাম খারাপ হয়েছে, বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে চলেছে, এবারের ২১ জুলাইয়ের আগে সেই পার্থ চট্টোপাধ্যায়কেই দল থেকে পুরোপুরি মুছে ফেলা হল বলে সূত্রের খবর।