প্রয়াত ইতিহাসের গবেষক জ্যোৎস্না ধলের নামাঙ্কিত ‘জ্যোৎস্না স্মৃতি পুস্তক সমগ্রে’র আয়োজনে স্নাতকস্তরের ৩০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইতিহাসের পাঠ্যপুস্তক দেওয়া হল।
ওই কর্মসূচির যৌথ উদ্যোক্তা ‘ঝাড়গ্রাম ইতিহাস ও সংস্কৃতি’ এবং ‘হিস্ট্রি টিউটোরিয়াল’ নামে দু’টি সংস্থা।
উদ্যোক্তাদের তরফে অমিত সিংহ ও বাবলু কর জানালেন, পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়ার বাসিন্দা জ্যোৎস্না ইতিহাসে এমফিল করার পর পিএইচ করার সময় ২০২০ সালের ১২ জুন মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হন। জ্যোৎস্নার যাবতীয় ইতিহাসের পাঠ্যপুস্তক ও গবেষণার বইয়ের সম্ভার নিয়ে ২০২০ সালের জুলাই মাসে ঝাড়গ্রামে গঠিত হয় জ্যোৎস্না স্মৃতি পুস্তক সমগ্র।
উদ্যোক্তাদের লক্ষ্য একটাই, আর্থিক দুর্বলতা যেন মেধার পথে কোনও বাধা না হয়। প্রতি বছর উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত অভাবী মেধাবীদের পাঠ্যবই দিয়ে সম্মানিত করা হয়।
রবিবার দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানে ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী স্বামী ব্রহ্মেশ্বরানন্দ, খড়গপুর কলেজের ইতিহাসের অধ্যাপক বিশ্বজিৎ কয়োড়ি, হাওড়া জেলা ক্রেতা সুরক্ষা কমিশনের অন্যতম উপভোক্তা কল্যাণ আধিকারিক তমাল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান সংযোজনায় ছিলেন মন্দিরা পাণ্ডা।