পঞ্চায়েত মিটতেই নজর লোকসভায়। বঙ্গ রাজনীতিতে ফের চর্চায় ৩৫৫ ধারা। আগস্টেই ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। পঞ্চায়েত ভোট মিটতেই পাখির চোখ চব্বিশের নির্বাচন। শাহী সফরের আগে বঙ্গ রাজনীতিতে ফের চর্চায় ৩৫৫ ধারা। রাজ্যে গ্রামের ভোটে অশান্তির অভিযোগে শুরু থেকেই সরব বিরোধীরা। শুক্রবার সন্ধেয় বাংলায় ট্যুইট করে সুর চড়ান খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার পঞ্চায়েত ভোটে রক্তক্ষয়ী সন্ত্রাসের অভিযোগ তোলেন শাহ।
শুক্রবারই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর পর সুকান্তর মুখেও ৩৫৫’র কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন , ‘মন্ত্রক চিন্তা করবে। বাংলায় যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে জারি হতে পারে ৩৫৫’।
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে এসেছিলেন শাহ (Amit Shah) । সে সময় তাঁর গলায় ছিল ৩৫ আসনের হুঙ্কার। কিন্তু, গ্রামের ভোটে তৃণমূলের কাছে ভরাডুবি হয়েছে বিজেপির। রাজবংশী থেকে মতুয়া, সব ভোটেই ধস নেমেছে। এমনই পরিস্থিতিতে ফের বঙ্গ সফরে আসছেন শাহ।
যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাহ-সুকান্ত বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার (Sukanta Mojumdar) জানান, উনি বাংলার পরিস্থিতি সব জানেন। তাও সময় দিয়ে সব শুনেছেন। আগস্টে ফের আসবেন। সভা করবেন। সাংগঠনিক বৈঠক করবেন। উনি লক্ষ্য রাখছেন। আগামী দিনে ভালো কিছু হবে, সেই বিশ্বাস আমাদের আছে’। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ।