গায়ে ‘মহাকাল’ এর পোশাক – ছবি পোস্ট করতেই নোংরা কটাক্ষের শিকার অভিনেত্রী মধুমিতা, দিলেন কড়া জবাব
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গায়ে ‘মহাকাল’ লেখা এক পোশাক। চারিদিকে সবুজ-ঘেরা পাহাড়। ঝর্ণার জল পাথর বেয়ে নেমে আসছে….সেই জলই গায়ে মাখছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তবে এমন ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার অভিনেত্রী।
মধুমিতা দিলেন কড়া জবাব। যে বা যারা নোংরা মন্তব্য করেছেন তাঁদের উদ্দেশে মধুমিতা (Madhumita Sarcar) লেখেন, “যে বা যারা এই ভিডিয়োতে যৌন সুখ খুঁজে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে আমার কিছুই বলার নেই। কিন্তু কর্মফল থেকে সাবধান।”
এক নেটিজেন লেখেন, “নীচে নেমে ডুব দিতে হবে।” তাঁকেও উত্তরে মধুমিতা (Madhumita Sarcar) লেখেন, “হয়ে গেছে সেটা। একা ঘুরতে গিয়েছি তো। সব কিছুই একটা ফ্রেমে ধরা যায় না।” প্রতিবাদ করেছিলেন ঠিকই, তবে বেশিক্ষণ সেই প্রতিবাদ স্থায়ী হল না। এরপর বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
ট্রোলারদের উদ্দেশে যা লিখেছিলেন তা এডিট করে ওই পোস্টের মন্তব্য বাক্সই বন্ধ করে দিলেন তিনি। প্রসঙ্গত, সেলেবদের ট্রোল করা নতুন নয়। অনেকেই এড়িয়ে যান , আবার অনেকেই ট্রোলিংকে পাত্তা নারাজ। এক্ষেত্রে মধুমিতা (Madhumita Sarcar) দ্বিতীয় অপশনই বেছে নিলেন।
View this post on Instagram