Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

চাঁদের কক্ষপথে চন্দ্রযান ৩ – বিক্রম রোভার প্রজ্ঞানের সফট ল্যান্ডিং ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Chandrayaan-3 : চাঁদের কক্ষপথে চন্দ্রযান ৩ – বিক্রম রোভার প্রজ্ঞানের সফট ল্যান্ডিং ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ - West Bengal News 24
Chandrayaan 3 Mission Update

এখনো পর্যন্ত নির্বিঘ্নেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান ৩। এবার পৃথিবীর সীমানা ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদ এবং যানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব যখন ছিল তখনই এটি কক্ষপথ পরিবর্তন করেছে।

ইসরোর পক্ষ থেকে বলা হয়েছিল , আগামী ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরন করবে চন্দ্রযান। পৃথিবী থেকে চাঁদে পৌছতে সময় লাগবে মোট ৪০ দিন। শনিবার তার মধ্যে ২২তম দিন সম্পূর্ণ।

পরবর্তীতে কক্ষপথের দূরত্ব কমানোর কাজটি করা হবে। এই দূরত্ব কমতে শুরু করবে আজ রাত ১১টার পর থেকে। এই ২২ দিন ধরে মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চন্দ্রযানের উপর নজর রাখছেন বিজ্ঞানীরা।

ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান মূল যান থেকে আগামী ১৭ অগাস্ট বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। ইসরোর হিসাব অনুসারে , ঠিক তার ছ’দিন পর ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে যানটি।

বিজ্ঞানীরা বলছেন , আগামী ১৭ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। চন্দ্রযানের কক্ষপথে প্রবেশ করার পর ইসরোর দ্বিতীয় চ্যালেঞ্জ সফট ল্যান্ডিং। তবে এখনো পর্যন্ত সবকিছু সফলভাবে সম্পন্ন হলেও আশঙ্কা একেবারেই কাটেনি। শেষবার এই অবতরণের সময়ই বিপদ ঘটেছিল।

আরও পড়ুন ::

Back to top button