উপত্যকায় এক দিনে তিনবার ভূমিকম্প, কম্পন অনুভূত রাজধানী দিল্লি এবং মরু শহর রাজস্থানেও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
উপত্যকায় ভূমিকম্প। একদিনে মোট তিনবার ভূমিকম্প অনুভূত জম্বু কাশ্মীরে। শনিবার সন্ধ্যায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত ভূস্বর্গে। ভূমিকম্পের কবল থেকে বাদ যায়নি রাজধানী দিল্লি এনসিআর এবং মরু শহর রাজস্থান। শনিবার সকাল o দুপুরে এই দুটি ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.৮ এবং ৫.২।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল , জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলার ৪১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
সকাল ৮টা ৩৬ মিনিটে প্রথম বার এবং সকাল ১০টা ২৪ মিনিটে দ্বিতীয় বার পাকিস্তান ও হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রাত ৯.৩১ মিনিটে তৃতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। গভীরতা ছিল ১৮১ কিলোমিটার।
দিল্লি পুলিশ এক ট্যুইটে বলেছে, ‘দিল্লিবাসী, আমরা আশা করি আপনারা সবাই নিরাপদ আছেন। যেকোনও জরুরি সাহায্যের জন্য ডায়াল করুন 112। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ট্যুইট বার্তায় জানান, ‘দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদ।”