Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

পরিচালক অভিরুপ ঘোষের আগামী ছবিতে মিঠাইয়ের উচ্ছে বাবু? জল্পনা অভিনেতার ফ্যানদের মধ্যে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Adrit Roy : পরিচালক অভিরুপ ঘোষের আগামী ছবিতে মিঠাইয়ের উচ্ছে বাবু? জল্পনা অভিনেতার ফ্যানদের মধ্যে - West Bengal News 24

বরাবরই চাপা স্বভাবের অভিনেতা আদৃত রায়। মিঠাইয়ের উচ্ছে বাবুর পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা। এবার তাঁকে নিয়ে নতুন খবর।

শোনা যাচ্ছে, পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবিতে উজান গঙ্গোপাধ্যায়ের জায়গায় নাকি এবার থাকবেন তিনি। এর আগে উজানের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। বিপরীতে থাকার কথা ছিল লহমা ভট্টাচার্যের। আবার নতুন নায়িকারও সন্ধান চলছে।

২০১৮ সালে ‘নুরজাহান’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় মিঠাই খ্যাত উচ্ছে বাবু আদৃত রায়ের। এ ছাড়াও ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে ওই দুটি ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আদৃত রায়।

পরিচালক জানিয়েছিলেন এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। তিনি বলেছিলেন, “বিটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনও কাস্টিংই এখনও চূড়ান্ত হয়নি।

সবে প্রাথমিক কাজ গুলো সারা চলছে। উজান বা লহমা কেউই থাকবেন কিনা তা এখনও ঠিকই হয়নি।” এই বছরে শুটিং শুরু হবে। আপাতত অপেক্ষা, কবে টিমের তরফে অফিসিয়াল খবর আসে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন ::

Back to top button