Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

পঁচিশ তম বর্ষে লক্ষ্য্ চব্বিশ – এটাই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভার মূল আঙ্গিক, কি বার্তা মমতা-অভিষেকের? প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পঁচিশ তম বর্ষে লক্ষ্য্ চব্বিশ - এটাই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভার মূল আঙ্গিক, কি বার্তা মমতা-অভিষেকের? প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস

২৫ তম প্রতিষ্ঠা দিবসে লক্ষ্য ২০২৪। রবিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন ছাত্র-ছাত্রীরা। সোমবার ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে গান্ধী মূর্তির নীচে অনুষ্ঠান হবে , মূল সমাবেশ হবে সোমবার। ২১ জুলাইয়ের সমাবেশের মতো এই ছাত্র সমাবেশে টার্গেট লক্ষাধিক সমাগম। তারই প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

মমতা বন্দ্যোপাধ্যা্য় ও অভিষেক বন্দ্যোপাধ্যাগয়ের বক্তব্য্ শুনতে সকলে মুখিয়ে রয়েছেন। আমরা এই সমাবেশ সফল করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। যাঁরা দূরের জেলা থেকে আসছেন তাঁদের থাকার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজ ইন্ডোরের একাংশে ব্যবস্থা করা হয়েছে। লোকসভার লক্ষ্যে ছাত্র সমাজকে কী বার্তা দেন মমতা বন্দোপাধ্যায় সেদিকেই নজর সকলের। এমনটাই জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যে বাংলার নতুন প্রজন্মের উপর কোনও প্রভাব ফেলেনি, দলের তরফে তা বোঝাতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। কোচবিহার , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , দার্জিলিং জেলা থেকে প্রায় ৪০ হাজার মতো ছাত্র-ছাত্রী সমাবেশে যোগ দিতে চলেছে বলে দলীয় সূত্রের খবর। রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী আসতে চলেছেন মুর্শিদাবাদ জেলা থেকে। রবিবার সকাল ও সন্ধ্যা মিলিয়ে প্রায় ১০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পৌঁছে যাবে।

মালদহ ও দুই দিনাজপুর থেকেও অন্যবারের তুলনায় বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী আসবে বলে আশাবাদী তারা। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলছে জঙ্গলমহল থেকেও আসছে বহু ছাত্র-ছাত্রী। তাৎপর্যপূর্ণ হল, এই প্রথম ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কর্পোরেট ধাঁচে স্বেচ্ছাসেবক পোস্টিং , কার পার্কিং এবং জেলার সঙ্গে সমন্বয়ের জন্যস বিশেষ টিম রাখছেন ছাত্রনেতারা।

আরও পড়ুন ::

Back to top button