বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। আর সেখানে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন আল্লু অর্জুন। তেলুগু চলচ্চিত্র দুনিয়ার জন্য এ এক অবিস্মরণীয় মুহূর্ত। পুষ্পা সিনেমায় আল্লু অর্জুন যেভাবে পুষ্পা রাজ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, তাতে গোটা দেশের কাছে আজ ‘হিরো’ তিনি।
বৃহস্পতিবার জাতীয় চল্লচিত্র পুরস্কার ঘোষণার পর দেশের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা আরও পাকাপাকিভাবে তৈরি করে নিলেন আল্লু অর্জুন। বহুমুখী চরিত্রে অভিনয়ের দক্ষতা, অভিনয়ের প্রতিটি খুঁটিনাটিতে অগাধ নৈপুন্য আর সেলুলয়েডে তাঁর ক্যারিশ্মাই আজ আল্লু অর্জুনকে সেরার সেরা করে তুলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর যোগ জন্মকাল থেকেই। প্রথম সিনেমা মুক্তি পায় মাত্র ২০ বছর বয়সে। ২০০৩ সালে গঙ্গোত্রী। পরিচালক ছিলেন কে রাঘবেন্দ্র। সিনেমা সেভাবে সাফল্য না পেলেও সেদিন থেকেই নিজের জাত চিনিয়েছিলেন দক্ষিণী তারকা অভিনেতা। অতীতে তেলুগু সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে বটে, তবে সেক্ষেত্রে কোনও অভিনেতা এই পুরস্কার পাননি।
প্রতিটি সিনেমাই তাঁর বহুমুখী অভিনয় শৈলীকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। ঝুলিতে রয়েছে একের পর এক পুরস্কার ও সম্মান। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দুটি নন্দী অ্যাওয়ার্ড, একটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড সহ একগুচ্ছ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
Allu Arjun celebrating his National Award win as Best Actor with #Pushpa team @alluarjun#69thNationalFilmAwards#NationalFilmAwards2023pic.twitter.com/w8fGpjsfwM
— Vamsi Kaka (@vamsikaka) August 24, 2023