কখনও সেটা নতুন মৌলের খোঁজ , কখনও চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অক্সিজেনের উপস্থিতি – চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে। তবে এবার এল আরও চমকপ্রদ খবর। এল ভূমিকম্পের খবর৷
ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়েছে৷ সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এটি রাশিয়ান মহাকাশ যান লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) পেলোড রেকর্ড করেছে৷
ISRO জানিয়েছে , যে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম , যা বর্তমানে চন্দ্রপৃষ্ঠে কাজ করছে তা চাঁদে ভূমিকম্পের ঘটনা বুঝতে পেরেছে। প্রজ্ঞান রোভার এবং অন্যান্য পেলোড গুলিও এই সম্পর্কিত ডেটা পাঠিয়েছে এবং সেই বিষয়ে এখন রিসার্চ করে খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা৷
বিক্রম ল্যান্ডারের শনাক্ত করা এই ঘটনাটি চাঁদে ভূমিকম্পের সম্ভাবনা বুঝিয়ে দিচ্ছে৷ তবে এর সঠিক উৎপত্তির কারণ এখনও তদন্তাধীন। ISRO জানিয়েছে, ” এটি ২৬ অগাস্ট অতিরিক্ত একটি ঘটনা রেকর্ড করেছে৷ এটি একটি প্রাকৃতিক ঘটনা রেকর্ড করেছে। ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে।”
প্রথম ২ টি মিশনে গণ্ডগোলের পর চন্দ্রপৃষ্ঠে নিরাপদ এবং সফট ল্যান্ডিং এবং বর্তমানে চাঁদের বুকে রোভার এবার ভাইব্রেশন বা ভূমিকম্প মাপতে সফল হয়েছে। তৃতীয় মিশন, যা চাঁদে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা, বর্তমানে চলছে।
চাঁদে প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম প্রযুক্তি ভিত্তিক যন্ত্রটি রোভার কার্যকলাপ রেকর্ড করেছে। এমন একটি ঘটনা রেকর্ড করেছে যা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে। এই মিশনটি ভারতকে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশের মর্যাদা দিয়েছে৷