আন্তর্জাতিক

‘চিনের একমাত্র উদ্দেশ্য হল যে কোনও মতে আমেরিকাকে হারানো’ – সতর্কবার্তা মার্কিন রাজনীতিক নিকি হ্যালের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nikki Haley : ‘চিনের একমাত্র উদ্দেশ্য হল যে কোনও মতে আমেরিকাকে হারানো’ – সতর্কবার্তা মার্কিন রাজনীতিক নিকি হ্যালের - West Bengal News 24

নিকি হ্যালে – মার্কিন রাজনীতিক। রিপাবলিকান দলের এই সদস্য এবার মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে আছেন বলেই সূত্রের খবর। তিনি চিনের পদক্ষেপ থেকে আমেরিকাকে সতর্ক করে বলেন, ‘চিন বরাবর আমেরিকাকে হারাতে চেয়েছে। আর এখন তারা সেনাবাহিনীর নিরিখে প্রায় আমেরিকার কাছাকাছি চলে এসেছে।’ নিকি হ্যালের মতে, চিনের একমাত্র উদ্দেশ্য হল, যে কোনও মতে আমেরিকাকে হারানো।

ব্যবসার কৌশল থেকে গবেষণা, সব চুরি করেই তরতর করে এগিয়ে যাচ্ছে চিন! আর এবার প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। সেই যুদ্ধে জয়ই একমাত্র লক্ষ্য কমিউনিস্ট চিনের। এমনভাবেই কার্যত সতর্কবার্তা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক নিকি হ্যালে।

তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করেছে তারা। কিছু কিছু ক্ষেত্রে চিন প্রায় আমেরিকার সমান হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন নিকি হ্যালে। তিনি বলেন, ‘চিনের কমিউনিস্ট পার্টি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্পাই বেলুন পাঠাচ্ছে আমেরিকার আকাশে। তারা জিততে বদ্ধপরিকর।’

শুক্রবার আমেরিকার অর্থনৈতিক অবস্থা ও পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন নিকি হ্যালে। তিনি বলেন, ‘প্রায় অর্ধ শতক ধরে আমেরিকার বিরুদ্ধে ছক কষে চলেছে চিন।’ তাঁর দাবি, আমেরিকার উৎপাদন শিল্পের কৌশল চুরি করেছে চিন।

এরপর প্রযুক্তি থেকে ওষুধ উৎপাদন, সবটাই রপ্ত করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, আমেরিকার গোপন কৌশল রপ্ত করেই চিন খুব কম সময়ের মধ্যে পিছিয়ে পড়া অর্থনীতির দেশ থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button