বলিউড

‘কাশ্মীর ফাইলস ২’ এর সিক্যুয়েল বানাতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী! জানুন বিস্তারিত..

The Kashmir Files 2: ‘কাশ্মীর ফাইলস ২’ এর সিক্যুয়েল বানাতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী! জানুন বিস্তারিত.. - West Bengal News 24

২০২২ সালে মুক্তি পেয়ে গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি নিয়ে বিতর্কও ছড়িয়ে দাবানলের মতো। সূত্রের খবর এবার নাকি ‘কাশ্মীর ফাইলস ২’ ছবি তৈরির পরিকল্পনা নিয়েছেন বিবেক। খবর অনুযায়ী, এই সিক্যুয়েল তৈরির জন্য় নাকি পরিচালককে নানা প্রযোজনা সংস্থা প্রায় ৩০ কোটি টাকার অফার দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, ”হ্যাঁ, এটা ঠিক যে কাশ্মীর ফাইলস ২ তৈরির জন্য আমার কাছে প্রযোজকদের প্রচুর অফার এসেছে। এমনকী, বলিউডের বহু নামী অভিনেতারাও ফোন করছেন আমার সঙ্গে কাজ করার জন্য। তবে আমি অর্থের লোভে পড়তে চাই না। আমার সিনেমা তৈরির উদ্দেশ্যটা একেবারে আলাদা। তাই আপাতত, সব পরিকল্পনাই মগজে রয়েছে। একের পর এক চমক দেব।”

প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে গোটা দেশ, দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। তারপর থেকেই চর্চায় ছিলেন পরিচালক বিবেক। তাঁর পরের ছবি কী? তা নিয়েও আলোচনা চলছিল বলিউডে। সব গুঞ্জনে ইতি দিয়ে এবার বিবেক নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর নতুন ছবির নাম ও বিষয়। সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন ছবির পোস্টারও। বিবেকের নতুন ছবির নাম ‘ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War)।

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button