সোমবার ঝাড়গ্রাম জেলায় সাড়ম্বরে পালিত হল করম পরব। প্রাচীনকাল থেকে কুড়মিরা কৃষিকে নির্ভর করেই জীবনশৈলী গড়ে তুলেছেন। সেই জীবনশৈলী নির্মাণের একটি দিক ফুটে ওঠে করম পরবে। উন্নত শস্য ও সুনাগরিক দিয়ে সমাজ গড়ার বার্তা রয়েছে এই উৎসবে।
এদিন ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা করম পরব কমিটির আয়োজনে এবং কাউন্সিলর অজিত মাহাতোর উদ্যোগে করম পরব পালিত হয়। এই উপলক্ষে কুমুদকুমারী ইনস্টিটিউশন সংলগ্ন এলাকা থেকে থেকে একটি জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা জেলাশহর পরিক্রমা করে।
শোভাযাত্রায় ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, জেলা পরিষদের বন-ভূমি কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতো, রাজ্য তৃণমূলের সহ সভাপতি চূড়ামণি মাহাতো, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিশীথ মাহাতো, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, জেলা পরিষদের সহ-সভাধিপতি অঞ্জলি দোলাই, কুড়মি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপার্সন রথীন্দ্রনাথ মাহাতো, প্রাক্তন জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, তিন পুরপ্রতিনিধি শিউলি সিংহ, সোনা মল্ল ও গৌরাঙ্গ প্রধান প্রমুখ। শোভাযাত্রা শেষে ঘোড়াধরা স্টেডিয়াম সংলগ্ন এলাকার করম থানে করম গাছের ডাল পুঁতে করম পুজো অনুষ্ঠিত হয়। সারা রাত করে চলে কুড়মি লোকসংস্কৃতির অনুষ্ঠান।
ঝাড়গ্রাম শহরের আদি করম পরবের অনুষ্ঠান হয় কেন্দ্রীয় বাস স্ট্যান্ড লাগোয়া মধুবন এলাকায়। এ বছর উৎসবের ৩৮ তম বর্ষ। সেখানেও এদিন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে করম পুজো হয়। জেলার বিভিন্ন এলাকায় এদিন করম পরব পালিত হয়েছে।