কলকাতা

মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, ১ জনের মৃত্যু, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Maa Flyover : মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, ১ জনের মৃত্যু, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক - West Bengal News 24

শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিল। সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা দিয়ে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি, ল্যাম্পপোস্টটি উপড়ে যায়।

পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় ডিএমজি এবং সিইএসসিও। ঘটামস্থলেই মৃত্যু হয় চালকের। কাটারের সাহায্যে গাড়িটিকে কেটে বাকি চারজন কে উদ্ধার করে এসএসকেএম হাসপাতাল পাঠানো হয়েছে। চারজনই আশঙ্কাজনক অবস্থায়।

প্রত্যক্ষদর্শী এক চালকের কথায়, গাড়িটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে যাচ্ছিল, তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় দু ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন ::

Back to top button