রাজ্য

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় কমবে শীতের আমেজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় কমবে শীতের আমেজ - West Bengal News 24

রাজ্যে হেমন্তের পরিবেশ। জেলায় জেলায় শীতের আমেজ কমবে। মনোরম পরিবেশ এবং শুষ্ক আবহাওয়া। উত্তর-পূর্ব দিক থেকে বাতাস বইছে। ধীরে ধীরে পূবালী হাওয়ার প্রভাব পড়বে। আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে।

ওড়িশা ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তর-পূর্ব হাওয়া চলবে আগামী কয়েক দিন। ধীরে ধীরে পূবালী হওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প।

তাই আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণবঙ্গের এই চার জেলাতে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। কলকাতায় ক্রমশ বাড়বে রাতের তাপমাত্রা। কিছুটা হলেও কমবে শীতের আমেজ। মূলত পরিষ্কার আকাশ। নভেম্বর মাসের শুরু থেকেই ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন ::

Back to top button