রাজনীতিরাজ্য

সুস্থ আছেন, জানিয়েছে মেডিকেল বোর্ড – গটগট করে হেঁটে ইডির গাড়িতে উঠলেন জ্যোতিপ্রিয়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jyotipriya Mallick : সুস্থ আছেন, জানিয়েছে মেডিকেল বোর্ড – গটগট করে হেঁটে ইডির গাড়িতে উঠলেন জ্যোতিপ্রিয় - West Bengal News 24

রেশন দুর্নীতিতে গ্রেপ্তার বাকিবুর রহমান। তাঁকে জেরা করেই প্রকাশ্যে আসে বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। জিজ্ঞাসাবাদে বয়ানে একাধিক অসঙ্গতি , ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার রাতেই হাসপাতাল থেকে বালু মল্লিককে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্স। একেবারে গট গট করে হেঁটে তদন্তকারীদের গাড়িতে ওঠেন মন্ত্রী।

সেদিন কোর্ট রুমে ইডি হেফাজতের নির্দেশ শুনেই অসুস্থ হয়ে পড়েন বালু। সেই থেকে সোমবার রাত অবধি বেসরকারি হাসপাতালই তাঁর ঠিকানা ছিল। তবে গতকাল রাত থেকে সেই ঠিকানা বদল হয়েছে। চিকিৎসকদের ফিট সার্টিফিকেট পাওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঠিকানা সল্টলেকের ইডি দপ্তর।

সূত্রের খবর, বালুকে রাখার জন্য ইডি দপ্তরে বিশেষ সেলের ব্যবস্থা করা হয়েছে। আজ থেকেই তাঁকে জেরা শুরু করা হতে পারে। তাঁকে জেরা করার ক্ষেত্রে আপাতত কোনও বাধা নেই বলেই সূত্রের খবর। যদিও কিছু পরামর্শ আছে। দিনে চারবার ইনসুলিন নিতে হবে মন্ত্রীকে।

ফিজিওথেরাপি সহ চলবে ঘাড়ের ব্যায়াম। নিতে হবে কিছু ওষুধ। সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়ার আগেও এই নিয়মেই থাকতেন মন্ত্রী। সেই রুটিনই কার্যকর করতে বলা হয়েছে। ফলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যদিও বালুর আইনজীবী আদালতের দ্বারস্থ হতে চাইলেও সেক্ষেত্রে এ তত্ত্ব খাটার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন ::

Back to top button