কলকাতা

ইডেনে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ , দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইডেনে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ , দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

কলকাতায় বাবর আজমদের টিম। আজ মঙ্গলবার পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ। প্রচুর মানুষ আসবেন ইডেনে খেলা দেখতে। খেলা দেখে বাড়ি ফিরতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

প্রিন্সেপ ঘাট ও বারাসত এবং বিবাদী বাগ থেকে বারুইপুরের মাঝে এই বিশেষ ট্রেন চালানো হবে। সময় পরিবর্তন করা হয়েছে হাওড়া থেকে রাতের তারকেশ্বর লোকালের। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

প্রথম ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে। বারাসতে গিয়ে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে। তেমনই আরেকটি ট্রেন বিবাদী বাগ থেকে ছাড়বে। সেটি বারুইপুরের উদ্দেশে যাবে।

বিবাদী বাগ থেকে ছাড়বে ১০টা ৪৫-এ। বারুইপুরে গিয়ে পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। যাঁরা হাওড়ার দিকে ফিরবেন তাঁদের জন্যও বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। এদিনের জন্য ১১টা ৫ মিনিটের তারকেশ্বর লোকাল ১১টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে।

আরও পড়ুন ::

Back to top button