জাতীয়

রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত-ভুটান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভুটানের রাজার ইতিবাচক আলোচনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত-ভুটান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভুটানের রাজার ইতিবাচক আলোচনা - West Bengal News 24

রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত-ভুটান। সোমবার ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের মধ্যে রেলপথ সংযুক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত হয়েছে। সোমবার দিল্লিতে আসেন ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক।

ভুটানের রাজাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য-পরিকাঠামো, ব্যবসা ও মিউচুয়ালে বিনিয়োগ , বিদ্যুৎ, স্বাস্থ্য সহ শিক্ষা , মহাকাশ প্রযুক্তি, এমনকি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয় নিয়েও ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক আলোচনা হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার বিষয়ে দু-পক্ষই সম্মত হয়েছেন। এছাড়া অসমের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেক পয়েন্ট খোলার ব্যাপারে আলোচনা হয়েছে। ভারত-ভুটান রেল সংযোগের জন্য স্থান নির্বাচন করতে শীঘ্রই সমীক্ষা শুরু হবে। রেলপথের জায়গা খুঁজতে সমীক্ষা করার ব্যাপারে ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক সম্মত হয়েছেন। দু-পক্ষের মধ্যে একপ্রস্থ বৈঠকও হয়েছে।

ভুটানের রাজার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি। ভুটানের পাশে থাকার বার্তা দিয়ে ভুটানের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য দৃষ্টি প্রসারিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button