আন্তর্জাতিক

কোহলির সই করা ব্যাট উপহার পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিদেশে ‘ঘরের দীপাবলি’র আমেজ উপভোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কোহলির সই করা ব্যাট উপহার পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিদেশে ‘ঘরের দীপাবলি’র আমেজ উপভোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

ইংল্যান্ড সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর। দিওয়ালিতে তাঁকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। কোহলির সই করা ব্যাট উপহার পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী , বিদেশে ‘ঘরের দীপাবলি’র আমেজ উপভোগ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।

টুইট করে বিদেশমন্ত্রী জানান, “দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত ও ব্রিটেন দুই দেশই কাজ চালিয়ে যাচ্ছে।”

প্রসঙ্গত, পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী। এই সফরেই মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে। রবিবার, দীপাবলিতে লন্ডনের ১০ , ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গেই দীপাবলি কাটান ভারতের বিদেশমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দীপাবলির শুভেচ্ছা জানান ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।

দীপাবলির উপহার হিসাবে বিদেশমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রীকে একটি গণপতি মূর্তি উপহার দেন। ঋষি সুনকের ক্রিকেট প্রেমের কথাও অনেকেরই জানা। সেই কারণে বিরাট কোহলির সই করা ক্রিকেট ব্যাটও উপহার দেন ঋষি সুনককে। হাসি মুখে ক্রিকেট ব্যাট হাতে পোজও দেন সুনক।

রবিবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরেও যান বিদেশমন্ত্রী। দীপাবলি পালনের পাশাপাশি প্রাবসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতাও দেন। নানা ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরে জয়শংকর বলেন, ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা চলছে।

আরও পড়ুন ::

Back to top button