আন্তর্জাতিক

দীপাবলির আমেজ মার্কিন মুলুকে, প্রথমবার ছুটি ঘোষণা নিউ ইয়র্কে, শুভেচ্ছাবার্তা মার্কিন প্রেসিডেন্টের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

President Biden Celebrated Diwali : দীপাবলির আমেজ মার্কিন মুলুকে, প্রথমবার ছুটি ঘোষণা নিউ ইয়র্কে, শুভেচ্ছাবার্তা মার্কিন প্রেসিডেন্টের - West Bengal News 24
President Biden and First Lady Jill Biden light a diya in the White House to celebrate Diwali

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের একটি বড় অংশ প্রবাসী ভারতীয়। স্বাভাবিকভাবে তাদের কাছে দীপাবলি উৎসবের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই বছর দীপাবলিতে ছুটি ঘোষণা করেছেন নিউ ইয়র্কের মেয়র। শনিবারই দীপাবলি উৎসবে ছুটি ঘোষণা করে মেয়র এরিক অ্যাডামস বলেন, “এই বছরের দীপাবলি বিশেষ তাৎপর্যপূর্ণ। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার দীপাবলিতে ছুটি ঘোষণা করা হল। যা নিউ ইয়র্কের ইতিহাসে নজির গড়ল।”

অন্যদিকে, সকলকে দীপাবলির শুভেচ্ছাবার্তা দিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দীপাবলির আলো দৃঢ়তা ও একতা নিয়ে আসুক এবং আমাদের চেতনা উদ্ভাসিত হোক বলে টুইট-বার্তায় জানিয়েছেন তিনি। দীপাবলির আলো ভালবাসা এবং একতা নিয়ে আসুক বলেও টুইটারে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসেও দীপাবলি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে অংশ নেয় প্রবাসী ভারতীয় কচি-কাঁচারা।

নিউ ইয়র্কের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রান্তেও বিশেষভাবে উদযাপিত হল দীপাবলি উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন করে, রঙ্গোলি ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দীপাবলি পালন করেন মার্কিন মুলুকের প্রবাসী ভারতীয়রা। গত বছরই নিউ ইয়র্কের মেয়র জানিয়েছিলেন, দীপাবলিতে সরকারি ছুটি থাকবে। এই বছর সেই ঘোষণা কার্যকর করলেন। সরকারি ছুটি ঘোষিত হওয়ায় স্বাভাবিকভাবেই এবছর নিউ ইয়র্কে দীপাবলি উৎসব বিশেষ প্রাণবন্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন ::

Back to top button