রাজ্য

“আমি রাজ্যের মন্ত্রী, আমাকে এসএসকেএম-এ হাসপাতালে পাঠাও” – জেলে গিয়ে নয়া আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jyotipriya Mallick : “আমি রাজ্যের মন্ত্রী, আমাকে এসএসকেএম-এ হাসপাতালে পাঠাও” – জেলে গিয়ে নয়া আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের - West Bengal News 24

“আমি রাজ্যের মন্ত্রী , আমাকে এসএসকেএম-এ হাসপাতালে পাঠাও”- জেলে গিয়ে নয়া আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের ৭ নম্বর সেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই সেল দেখার পরেই ক্ষুব্ধ হন জ্যোতিপ্রিয় মল্লিক।

প্রথম রাতে জেলে গিয়ে অনশনে যাওয়ার হুমকি দেন তিনি। জেল সূত্রে খব র, জেলের প্রথম রাতে সেলের ভিতরে দেওয়ায় পরে বাড়ির খাবার প্রথম রাতে দেওয়া হয় আদালতের নির্দেশে। তখন জ্যোতিপ্রিয় বলেন, ” আমি বাড়ির খাবারও খাব না। আমায় শুধু আমার ওষুধ দিয়ে দাও।’

জেল হাসপাতালে চিকিৎসক বলেন, ‘খাওয়া ছাড়া ওষুধ খাওয়া যাবে না।’ জেল সূত্রে খবর, প্রায় ৭ ঘন্টা ধরে বুঝিয়ে রাত আড়াইটে নাগাদ খাওয়ানো হয়। এরপরে তাঁকে তাঁর ওষুধ দেওয়া হয়। এর মাঝে তাঁকে বলতে শোনা যায় আমাকে এসএসকেএমে হাসপাতালে পাঠিয়ে দাও। এমনটাই খবর জেল সূত্রে।

জেল সূত্রে খবর, জেলে গিয়ে আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের, “আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্যের আওতায়, এই সেলে থাকব না। আমাকে এসএসকেএম-এ হাসপাতালে পাঠাও। আমার বাঁদিক প্যারালাইসিস হয়ে গিয়েছে।” জেল হাসপাতালে চিকিৎসার পরে জেল হাসপাতাল জানায়, ‘এখন ভর্তি দরকার নেই। আপনার শারীরিক অবস্থা ঠিক আছে।’

আরও পড়ুন ::

Back to top button