আন্তর্জাতিক

ভারত মহাসাগরের তলদেশে জোরালো ভূমিকম্প –শ্রীলঙ্কা থেকে লাদাখ – ভূমিকম্পে কেঁপে উঠল সর্বত্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Earthquake : ভারত মহাসাগরের তলদেশে জোরালো ভূমিকম্প –শ্রীলঙ্কা থেকে লাদাখ – ভূমিকম্পে কেঁপে উঠল সর্বত্র - West Bengal News 24

মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে , ভারত মহাসাগরের নীচে জোরালো ভূমিকম্প। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী কলম্বো সহ শ্রীলঙ্কার বিস্তীর্ণ অঞ্চল। সিসমোলজিক্যাল সেন্টার আরও জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

কলম্বোয় বহুতল থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় বাসিন্দাদের। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের অভিকেন্দ্র। পাশাপাশি এদিন দুপুর ১টা বেজে ৮ মিনিটে ৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ উপত্যকা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, লাদাখের কার্গিল সেক্টরের ৩১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎস ছিল। মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। শ্রীলঙ্কার জিওলজিক্যাল সার্ভে অ্যান্ড মাইনস ব্যুরো জানিয়েছে, এই ভূমিকম্পে তাদের দেশে ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

তবে জোরালো কম্পনের জেরে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমুদ্রের তলে ভূমিকম্প হলেও, এখনও পর্যন্ত কোথাও কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন ::

Back to top button