কালীপুজোর মণ্ডপে হামলায় জখম তরুণী, গ্রেফতার এক অভিযুক্ত, বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
স্বপ্নীল মজুমদার
কালীপুজোর মণ্ডপে নৃত্যরত মহিলাদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
ধৃত বছর চব্বিশের রাহুল মহন্তের বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকায় একটি কালী পুজোর মণ্ডপের সামনে নাচগান করছিলেন কয়েকজন মহিলা ও তরুণী।
অভিযোগ, ওই সময় বাইকে সওয়ার হয়ে আসা কিছু যুবক এসে মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। তাই নিয়েই শুরু হয় গোলমাল। স্থানীয়দের হাতে উত্ত্যক্তকারী দলের এক যুবক মার খাওয়ার পরই নতুনডিহির বাসিন্দা রাহুল মহন্তের নেতৃত্বে বহিরাগত যুবকরা মণ্ডপ চত্বরে ক্রিকেট ব্যাট ও উইকেট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
উইকেটের আঘাতে গাইঘাটার ১৯ বছরের তরুণী অনামিকা মাহাতো গুরুতর জখম হন। তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। অনামিকার বাবা সুজিত মাহাতোর অভিযোগে ভিত্তিতে হামলা, মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে মূল অভিযুক্ত রাহুলকে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে হাজির করা হলে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই ঘটনার প্রতিবাদে ও বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে গাইঘাটার বাসিন্দারা গাইঘাটা মোড়ে ঘন্টাখানেক ঝাড়গ্রাম-ধেড়ুয়া রাস্তা অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।