ক্রিকেট

মোহাম্মদ সামি – কঠিন পরিস্থিতির আগুনে যিনি নিজেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছেন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mohammed Shami : মোহাম্মদ সামি – কঠিন পরিস্থিতির আগুনে যিনি নিজেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছেন - West Bengal News 24

২০২৩ বিশ্বকাপের প্লেয়িং ইলেভেনে যিনি জায়গাই করতে পারেননি তিনি , কিন্তু এখন ফাইনালের আগে গোটা দেশের হার্টথ্রব৷ কথা হচ্ছে ভারতের তারকা পেসার মোহাম্মদ সামিকে নিয়ে। কঠিন পরিস্থিতির আগুনে যিনি নিজেকে পুড়িয়ে আজ খাঁটি সোনায় পরিণত হয়েছেন। তবে সাফল্য তো আর একদিনে আসে না।

তাহলে মোহাম্মদ সামির এই তুখোড় পারফরম্যান্সের রহস্য কি ? লকডাউনের সময় যখন প্র্যাকটিস গ্রাউন্ড গুলি পুরোপুরি বন্ধ ছিল , তখন কিন্তু বসে থাকেননি সামি, বরং নিজের ফার্ম হাউসে করেছেন ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস।

৮ ঘণ্টার কঠোর পরিশ্রম৷ তিনি বলেন, রাতে শিশিরের কারণে বল নিয়ন্ত্রণ করা কঠিন। এই পরিস্থিতির মোকাবিলার করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং সুফল এখন টিম ইন্ডিয়া পাচ্ছে।

স্ত্রীর করা বিবাহ বিচ্ছেদের মামলা , দেশের বিরুদ্ধে গদ্দারির অভিযোগ – সব প্রতিকূল পরিস্থিতিতে কাটিয়ে উঠেছেন কিন্তু এতে তিনি ভেঙে পড়েননি বরং আরও কঠোর পরিশ্রমে নিজেকে ডুবিয়ে দেন৷ মোহাম্মদ সামি তাঁর রানআপ পরিবর্তন করেছেন – তারই সুফল পেয়ে আজ ভারত বিশ্বকাপ ফাইনালের মঞ্চে।

আরও পড়ুন ::

Back to top button