রাজনীতিরাজ্য

”ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার” – দীঘার জগন্নাথ মন্দিরকে টেনে রাজ্য সরকারকে তুলোধোনা শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : ”ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার” – দীঘার জগন্নাথ মন্দিরকে টেনে রাজ্য সরকারকে তুলোধোনা শুভেন্দুর - West Bengal News 24

ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার তৈরি হচ্ছে – মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় জগন্নাথ মন্দির তৈরিকে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি মমতা জানিয়েছেন পুরীর আদলে তৈরি ওই মন্দির খুলে যেতে পারে আগামী এপ্রিল মাসেই। এই ঘোষণার পরই মন্দির নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু।

শনিবার জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের মন্দির তৈরি উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। গতকাল জগদ্ধাত্রী পুজোর একটি পূজা মন্ডপ উদ্বোধনে গিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “এই সরকার ধংস হবে। যেমন পরিস্থিতি হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের। ধর্মীয় রীতি নীতি ও সংস্কৃতি যারাই ধ্বংস করার চেষ্টা করবে তারাই ধ্বংস হবে।”

এভাবে ধর্মীয় স্থান তৈরি করা যায় না বলেই মন্তব্য করেছেন তিনি। জগন্নাথ মন্দির রাজ্য সরকারের টাকায় তৈরি হলেও অযোধ্যার রাম মন্দির কিন্তু তৈরি হচ্ছে হিন্দুদের টাকায় , তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে অবশ্যই শুভেন্দু অধিকারের এই মন্তব্যের জবাবও দিয়েছেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। শুভেন্দু ভুলভাল বকছেন বলেও বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন তৃণমূলের এই প্রবীণ রাজনীতিক।

আরও পড়ুন ::

Back to top button