রাজ্য

সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু – শিল্পবান্ধব মানসিকতার পরিচয় দিল রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু – শিল্পবান্ধব মানসিকতার পরিচয় দিল রাজ্য সরকার - West Bengal News 24

শিল্পবান্ধব মানসিকতার পরিচয় দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ করা হয়েছে। লাল ফিতের ফাঁস আরও আলগা করে , সিঙ্গল উইন্ডো সিস্টেম চালুর মাধ্যমে দ্রুততার সঙ্গে মিলবে জমি।

ছোট ও মাঝারি শিল্প, বড় শিল্পের জন্য পৃথক জায়গায় দরখাস্ত। এমনকী শিল্পের কোনও পরিকাঠামো সংক্রান্ত আবেদনও করতে হত অন্যত্র।

অতীতে রাজ্যে শিল্পের জন্য জমি পেতে অন্তত দু’ধাপে আবেদন করার পর অনুমোদন পেতে বেশ খানিকটা সময় চলে যেত। রাজ্যে শিল্পবিকাশের উপযোগী পরিবেশ রয়েছে, রয়েছে মানসিকতা। এই বার্তা বারবারই দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই বলেছেন যে শিল্পের জন্য আগ্রহীদের জমি দান এবং অন্যান্য বিষয়ে লাল ফিতের ফাঁস আলগা করতে হবে। এখন সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গেই গোটা পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য