ক্রিকেট

রাহুল দ্রাবিড় কোচ থাকুক, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী সৌরভ

রাহুল দ্রাবিড় কোচ থাকুক, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী সৌরভ

আমেদাবাদে লক্ষাধিক সমর্থক উপস্থিত ছিলেন। স্ট্যান্ডে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দলকে চ্যাম্পিয়ন দেখা হয়নি। বিশ্বকাপে ভারত যে ভাবে পারফর্ম করছিল, তাতে সৌরভ প্রবল আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মার নেতৃত্বে এ বার ট্রফি আসছই।

কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমি ভেবেছিলাম জিতব। স্বাভাবিক ভাবেই আশাহত হয়েছি। ২০ বছর আগে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে আমরাও হেরেছিলাম। ওরাও হারল। তবে বিরাট, রোহিতরা ভালোই খেলেছে। মনে হয়, কোথাও গিয়ে হয়তো ভাগ্য সহায় হচ্ছে না।’

কুড়ি বছর পর ফের সুযোগ এসেছিল দ্রাবিড়ের কাছে। প্লেয়ার হিসেবে জেতা হয়নি বিশ্বকাপ। সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল। তাতে বাড়তি আনন্দিত হতেন ‘দাদা’ও। প্যাট কামিন্সের নেতৃত্বে অনবদ্য পারফরম্যান্স অস্ট্রেলিয়ার। ষষ্ঠ বার চ্যাম্পিয়ন।

গত দশ বছরে এই নিয়ে দশম আইসিসি টুর্নামেন্টে ট্রফিহীন ভারত। পাঁচ বার রানার্স। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল দ্রাবিড় কোচ থাকবেন কিনা নিশ্চিত নয়। সৌরভ মনে প্রাণে চাইছেন, রাহুল দ্রাবিড় কোচ থাকুক।

আরও পড়ুন ::

Back to top button