ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে বিশাল ছক্কা , তা হলেও রিঙ্কুর ইনিংসে যোগ হল না রান, কেন জানেন ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে বিশাল ছক্কা , তা হলেও রিঙ্কুর ইনিংসে যোগ হল না রান, কেন জানেন ?

গত আইপিএলে শুধু কেকেআর নয় , ভারতীয় ক্রিকেটের প্রাপ্তি রিঙ্কু সিং। ফিনিশার হিসেবে ক্রমাগত নিজেকে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলেও রয়েছেন রিঙ্কু সিং। যদিও শেষ বলে বিশাল ছক্কা হাঁকান রিঙ্কু সিং।

এরপর নো-বলের সাইরেন বেজে ওঠে। রিঙ্কু ছয় মারলেও সেটি স্কোর বোর্ডে যোগ হবে না। কারণ, শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ১ রান। নো বলেই সেই টার্গেট পূরণ হয়ে যায়। রিঙ্কু ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

পাঁচ ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করেছে ভারত। বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। বিশাখাপত্তনমে বিশাল রান তাড়া করে জিতল ভারত। নেতৃত্বে অভিষেক হল সূর্য কুমার যাদবের।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান সূর্য কুমার যাদব। রান তাড়ায় অল্প সময়ের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তিনে নামা ঈশান কিষাণ ও চারে সূর্য কুমার যাদব পরিস্থিতি সামাল দেন। ঈশান হাফ সেঞ্চুরি করে ফেরেন। সূর্য কুমার যাদব ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

আরও পড়ুন ::

Back to top button