ঝাড়গ্রাম

ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামাঙ্কিত বিজয় মেলার প্রস্তুতি বৈঠক

সুচরিতা সিনহা

ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামাঙ্কিত বিজয় মেলার প্রস্তুতি বৈঠক

জঙ্গলমহলের ঝুমুর সম্রাট প্রয়াত বিজয় মাহাতোর নামাঙ্কিত তৃতীয় বর্ষের ‘ঝাড়গ্রাম জেলা বিজয় মেলা’র প্রস্তুতি বৈঠক হল।

মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভাঘরে পৌর প্রতিনিধি অজিত মাহাতোর সভাপতিত্বে ওই বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিশীথ মাহাতো, কুড়মি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপার্সন রথীন্দ্রনাথ মাহাতো, বিজয় মাহাতোর মেয়ে ঝুমুরশিল্পী পম্পা মাহাতো, বিশিষ্ট ঝুমুর শিল্পী লক্ষ্মীকান্ত মাহাতো, ইন্দ্রাণী মাহাতো, তাপস মাহাতো প্রমুখ।

ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর জন্মস্থান জামবনি ব্লকের কাদোপিন্ড্রা গ্রামে। তাঁর মেয়ে পম্পার উদ্যোগে ২০২১ সাল থেকে কাদোপিন্ড্রায় বিজয় মেলা শুরু হয়। পম্পা জানান, এ বছর মেলা হবে ২৭ ও ২৮ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা বিজয় মেলার আয়োজন করা হবে।

২০১৯ সালের ২২ জুন বিজয় মাহাতো হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। পৌর প্রতিনিধি অজিত মাহাতো বলেন, বিজয় মাহাতো জঙ্গলমহল তথা সারা দেশের গর্ব। তাঁর মূর্তি বসানোর জন্য এদিন আলোচনা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button