কর্ম সন্ধান

ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ISRO Recruitment 2024 : ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি - West Bengal News 24
ISRO Recruitment 2024

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। গবেষক, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট, লাইব্রেরি সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট www.isro.gov.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন। মহাকাশ গবেষণায় এগিয়ে যাচ্ছে ভারত।

২০২৩ সালেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর তৈরি চন্দ্রযান-৩। মহাকাশ অভিযানে এই সাফল্যের পর মহাকাশ গবেষণা নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

১. প্রথমেই ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট www.isro.gov.in– এ ক্লিক করতে হবে।

২. এবার হোম পেজে কেরিয়ার ট্য়াবে ক্লিক করতে হবে।

৩. পরের ধাপে কোন শূন্যপদে আবেদন করতে চান, সেটিতে ক্লিক করুন।

৪. এবার নতুন একটি পেজ খুলে যাবে। আবেদন ফর্ম পূরণ করুন।

৫. প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৬. আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা হয়ে যাবে।

  • টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট- মোট ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার- মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • লাইব্রেরি অ্যাসিস্টেন্ট- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • টেকনিশিয়ান/ড্রাউটসম্যান- মোট ১৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • ফায়ারম্যান- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • কুক- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • লাইট ভেহিকেল ড্রাইভার- ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • হেভি ভেহিকেল ড্রাইভার- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের মতো শূন্যপদে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ও প্রসেসিং ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে।

লিখিত পরীক্ষায় যারা বসবেন, কেবল তাদেরই প্রসেসিং ফি বাবদ নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। টেকনিশিয়ান, ড্রাউটসম্যান, কুক, ফায়ারম্যান ও চালক পদে যারা আবেদন করবেন, তাদের ১০০ টাকা আবেদন ফি ও ৫০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন ::

Back to top button