কর্ম সন্ধান

CRPF, BSF, CISF -এ নিয়োগের পরীক্ষা মোট ১৩টি ভাষায় – যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

CRPF, BSF, CISF -এ নিয়োগের পরীক্ষা মোট ১৩টি ভাষায় - যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের

CRPF, BSF, CISF -এ নিয়োগের পরীক্ষা মোট ১৩টি ভাষায় নেওয়া হবে। অর্থাৎ ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে কন্নড় ভাষাও থাকবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আধা সামরিক বাহিনীর পুলিশ বিভাগে পরীক্ষার জন্য ভাষা আর কোনও বাধা হবে না।

ফলে দেশজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে বলে আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রসঙ্গত, এ বছর আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে আধা সামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষা হবে। মূলত, কনস্টেবল (জেনারেল ডিউটি) পদের জন্য পরীক্ষা হবে। ভারতের মোট ১২৮টি শহরে পরীক্ষা হবে। এবছর প্রায় ৪৮ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসতে চলেছেন।

এবছর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। যা সামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষায় ইতিহাস গড়তে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button