টলিউড

দেবকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ২১ ফেব্রুয়ারি ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dev summoned by ED দেবকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ২১ ফেব্রুয়ারি ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ - West Bengal News 24

আর্থিক তছরুপের মামলা , দেবকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। দেবের এক ঘনিষ্ঠের বক্তব্য, ‘‘ওকে যত বার ডেকে পাঠানো হবে, ততবার যাবে। তদন্তে সবসময় সহযোগিতা করবে।’’ দেবের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ২১ তারিখ দেব ইডির দফতরে যাবেন। এর আগেও তিনি যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন , তেমনই এবারেও হবেন।

আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। আর আগেও তারকা, রাজনীতিককে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, শুধু দেব নয় , তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে। সূত্রের খবর, আয়কর বিভাগ উত্তমকে তলব করেছে। একদিকে তৃণমূলের সাংসদ দেবকে ইডির তলব, অন্যদিকে শাসক-বিধায়ক উত্তম বারিককে আইটির তলব। ফের যে আলোড়ন উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে, তা বলাই বাহুল্য।

এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, ”নিজেদেল ব্যর্থতা ঢাকতে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কোথাও বিএসএফ দিয়ে, কোথাও সিআরপিএফ দিয়ে। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।” উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল। কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল।

আরও পড়ুন ::

Back to top button