কর্ম সন্ধান

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

UPSC Civil Service Exam : ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত - West Bengal News 24

সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার বসার যোগ্যতামান যাঁদের আছে, তাঁরা এখন থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল ১৪ ফেব্রুয়ারি , বুধবার।

২০২৪ সালের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ মে। মেন পরীক্ষার দিন ঘোষণা হয়নি। তবে তা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ নাগাদ হতে পারে।

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার নিয়োগ পদ্ধতিকে তিন ভাবে বিভক্ত। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোলনিটি পরীক্ষা।

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে তবেই মেন পরীক্ষায় বসার সুযোগ মেলে। তাতে পাশ করলে পার্সোনালিটি পরীক্ষায় ডাক পরে।

প্রতি বছর ১০ লক্ষাধিক প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেন। গত বছর আবেদন করেছিলেন প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মেন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন মাত্র ১৪ হাজার ৬০০ জন।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এ বছর ইউপিএসসি-তে ১০৫৬ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অবশ্য বেশ কিছু আসন সংরক্ষিত রয়েছে। গত বছর ইউপিএসসিতে শূন্যপদের সংখ্যা ছিল ১১০৫ টি। এ বছর শূন্যপদ কিছুটা হলেও কমেছে।

আরও পড়ুন ::

Back to top button