আন্তর্জাতিক

শয়তান তাড়াতে প্রথমবারের মতো ‘নগ্ন উৎসবে’ জাপানি নারীরা

শয়তান তাড়াতে প্রথমবারের মতো ‘নগ্ন উৎসবে’ জাপানি নারীরা

জাপানের ১২৫০ বছর ধরে চলে আসা নগ্ন উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েছেন নারীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নারীদের সাতটি দল এই উৎসবে অংশ নেয়। বলা হয়ে থাকে, এই উৎসবের মাধ্যমে শয়তানকে দূর করা হয়। এছাড়া অংশগ্রহণকারীরা মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকে।

গত বৃহস্পতিবার জাপানের মধ্যাঞ্চলের একটি ধর্মীয় উপসানলয়ে এই উৎসব হয়। তবে আয়োজনটির নাম নগ্ন উৎসব হলেও এতে কোনো নারী নগ্ন ছিলেন না। এদিন উৎসবে অংশ নেওয়া নারীরা হাপ্পি কোর্টস ও হাফপ্যান্ট পরেছিলেন। যেগুলো সাধারণত জাপানের উৎসবগুলোতে পরা হয়। অপরদিকে পুরুষরা পরেছিলেন লইনক্লথস।

নারুহিতো সুন্দোয়া নামের এক ভিক্ষু বলেন, এই উৎসবে নারীদের কখনো নিষিদ্ধ করা হয়নি। ব্যক্তিগতভাবে অনেক নারী এসে প্রার্থনাও করেছেন। তবে গত বছর নারীদের একটি সংস্থা জানতে চায়, তারা দলগতভাবে এতে যোগ দিতে পারবে কি না। তখন জানানো হয় তারা পারবেন।

তবে এই উৎসবের মূল অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নারীরা। সেখানে অর্ধনগ্ন অবস্থায় পুরুষরা শয়তানকে তাড়া করে থাকে। যেহেতু সেখানে একে অপরের সংস্পর্শে আসতে হয়, তাই নারীদের ওই স্থানে যেতে দেওয়া হয়নি।

আরও পড়ুন ::

Back to top button